sliderস্থানীয়

নাটোরে প্রবাসীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরে সাড়ে পাঁচ লাখ টাকার জন্য অসুস্থ্য এক প্রবাসীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই খালাতো ভায়রা ভাই মোঃ নিভেল এর বিরুদ্ধে। নির্যাতিত ওমান প্রবাসী মোঃ মহিউদ্দিন সরকার (৫৬) নাটোরের পাশর্^বর্তি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর বাসিন্দা। শুক্রবার দুপুরে নাটোরের সাংবাদিকদের মহিউদ্দিন সরকার জানান, তিনি দেশে আসার পর রেলওয়ের বড় পুকুর লিজ নেয়ার কথা বলে তারই খালাতো ভায়রা ভাই নাটোরের বাগাতিপাড়ার দোবিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ নিভেল প্রথমে তিন লাখ টাকা ধার নেয়। পরে টাকার জন্য চাপ দিলে গত ৬এপ্রিল মোঃ নিভেল ও একই গ্রামের হাফিজ ও জুবায়েরসহ অজ্ঞাত আরো কয়েকজন কৌশলে বাড়ি থেকে একটি নোহা মাইক্রোবাসে করে পৌনে তিনলাখ টাকাসহ তাকে অপহরণ করে নিয়ে যায়। মাইক্রোবাসে তাকে হাত পা বেঁধে অসেচতন করে রাখা হয়। জ্ঞান ফিরলে তিনি দেখতে পান নদীর চরে বালির মধ্যে প্রায় নগ্ন অবস্থায় তাকে নির্যাতন করা হচ্ছে। এক পর্যায়ে কোন টাকা দাবী না করার শর্তে একই গাড়িতে করে রাতের বেলা তাকে নিজ বাড়ির সামনে এনে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়। অনেক অনুরোধ ও চাপের পর তিন দফায় ৭০হাজার টাকা নিভেল তার ভায়রাকে ফেরতও দিয়েছে। পরে বাকী টাকার জন্য আবারো চাপ দিলে গত ২৫এপ্রিল নিভেল তার বাড়িতে ভুক্তভুগিকে দাওয়াত করে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পকেটে থাকা আরো ৭০হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় প্রকাশ্যে সকলের সামনে প্রবাসীকে মারপিট করে ভবিষ্যতে আর টাকা চাইলে তাকে ও তার সন্তানকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে নিভেল ও তার সহযোগীরা তাকে তাড়িয়ে দেয়। পরের দিন এ সব বিষয়ে প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য প্রধান অভিযুক্ত মোঃ নিভেল এর ০১৭৭৫৪০১০২৬ মোবাইল নম্বরে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button