নাটোর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সোমবার সকাল ১০ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা ছাত্রদল। শহরের আলাইপুরে দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির প্রমুখ। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন উল্লেক করে বক্তারা এর প্রতিবাদ জানান।