sliderস্থানীয়

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি : নাটোরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগমুহূর্তে শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া তিনটার দিকে ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ‘মুক্তি সেনা নামের একটি বাসে (ঢাকা-মেট্রো-৯৮৪৪) দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পাশের বাড়িঘর থেকে কিছু পরিবহন শ্রমিক সেখানে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে বাসটির ভেতরের সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাব-বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাস্থলের পাশের এক চা বিক্রেতা জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি একজন মুক্তিযোদ্ধার বলে তিনি জানেন। পরে তাঁর চালকের সহকারী ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সোহেল রোববার সকালে জানান, তাঁরা রাত ৩টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পান। এর পরপরই তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button