sliderস্থানীয়

নাটোরে ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের অদুরে কালিকাপুর আমহাটি এলাকার ৩২ নম্বর রেলওয়ে ব্রীজের নিকট রেল লাইনের পাশ থেকে ট্রেনে কাটা এক যুবকের মাথা বিচ্ছন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত যুবক মির্জাপুর তেঘর পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাহাবুর-১৮। এলাকাবাসী ও তার স্বজনরা জানান, মাহাবুর কিছুটা অপ্রকৃতস্থ (মস্তিস্ক বিকৃতি) ধরণের যুবক। তাদের ধারণা সে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মত্যা করেছে।

নিহতের দুলা ভাই পারভেজ মোল্লা,বন্ধ শহীদ সহ উপস্থিত স্বজনরা জানান, ৮/৯ মাস আগে মাহাবুরের বিয়ে দেয়া হয়। সে বাড়ি থেকে শশুর বাড়িতে আসছিল। তারপরেই তার মৃতদেহ পাওয়া যায়। তারা জানান, ছেলেটি মস্তিস্কে সমস্যা ছিল। মাঝে মধ্যে ঠিক থাকলেই মাঝে মধ্যেই উল্টা পাল্টা আচরণ করতো। তাদের ধারণা েস ট্রেনের নিচে মাথ দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে শান্তাহার জি আর পি থানার এস আই নরেশ চন্দ্র জানান, তার আত্মীয় স্বজন জানিয়েছেন মাহাবুরে মস্তিস্ক বিকৃতি ছিল। সে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যাই করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button