
নাটোর প্রতিনিধি : নাটোরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান আলী নামেএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে সদরউপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাসান সিংড়া উপজেলার বড়বাড়ীপ শ্চিমপাড়া গ্রামের জেহের আলীর ছেলে।
নাটোর র্যাব ক্যা¤েপর ভারপ্রাপ্ত কো¤পানি অধিনায়ক রফিকুলইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজমাহীর একটি অপারেশন দল পশ্চিম হাগুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় ৩৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী স্বীকার করে, সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল সে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাসানকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।