sliderস্থানীয়

নাটোরে জেল হত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি : জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে নাটোরে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় এক মিনিট নিরবতা পালনসহ দোয়া করা হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, এড. মালেক শেখ, বাবু চিত্ত রঞ্জন সাহা, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধরণ সম্পাদক শাহিনসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার কর্মজীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button