slider
নাটোরে জনশুমারি উপলক্ষে র্যালী
নাটোর প্রতিনিধি : নাটোরে বুধবার জনশুমারি ও গৃহ গণনা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ র্যালীতে নেতৃত্ব দেন। বুধবার ১৫জুন থেকে ২১জুন পর্যন্ত দেশ জুড়ে এই জনশুমারি ও গৃহ গণনা অনুুষ্ঠিত হবে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালীতে বাংলাদেশ পরিসংখ্যান বুরে্যাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ সকল নাগরিকদের জনশুমারিতে তথ্য দিয়ে পরিকল্পিত উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান।