
নাটোর প্রতিনিধি : নাটোরে আন্তঃজেলা চোরচক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহ¯পতিবার (১২ অক্টোবর) দিনগত রাতে পাবনা জেলার চাটমোহর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।চোরচক্রের আসামিরা হলেন- পাবনা জেলার আতাইকুলা উপজেলার নন্দনপুর পশ্চিমপাড়া এলাকার সালাম খানের ছেলে হৃদয় খান (২১), একই জেলার গয়েশপুর হাজানপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং চাটমোহর উপজেলার দুবলাপাড়া এলাকার মহির প্রামানিকের ছেলে আতিকুল ইসলাম (৩০)।
পুলিশ জানান, গত বুধবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোল রানীনগর এলাকার আরিফুল ইসলাম (৪৩) ইজিবাইক চালিয়ে এসে বাড়ির ভিতরে তালা দিয়ে রাখেন। পরে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলার চেষ্টা করেন। এসময় তিনি বুঝতে পারেন বাইরে থেকে দরজায় তালা লাগানো। দেখেন বাইরে তালা দিয়ে রাখা তিন চাকার ইজিবাইকটি নেই। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে বিভিন্ন স্থানে ইজিবাইকটি খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইজিবাইক না পেয়ে মালিক আরিফুল ইসলাম থানায় একটি এজাহার দায়ের করেন।পরে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে একটি অভিযান পরিচালনা করেন। পরে বৃহ¯পতিবার রাতে পাবনা সদর ও চাটমোহর থানা এলাকা থেকে জড়িত আন্তঃজেলা চোরচক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করে। এসময় চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।পুলিশ আরও জানান, গ্রেফতারের পর আসামিদের আদালতে সৌপর্দ করা হয়েছে। চোরচক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান।