sliderস্থানীয়

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে গবাদি পশু, হাঁস ও শিক্ষা সামগ্রি বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অধিবাসীদের মাঝে গবাদি পশু ও হাঁস এবং শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও স্কুলছাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব উপকরণ বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।

মোট ৫৯ জনকে গবাদিপশু অর্থাৎ গরুর বাছুর, ২৭২ জনকে ২০টি করে মোট ৫ হাজার ৪৪০টি হাঁস, শিক্ষার্থীদের ১৫ জনকে বাই সাইকেল ও ১২০ জনকে ছাতা ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, সরকারের নানা উদ্যোগে দারিদ্রতা জয় করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দারা এখন স্বাবলম্বীর পথে। এর সাথে শিক্ষা সামগ্রি ও সহায়তা পেয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। ফলে শিক্ষাদীক্ষায় এগিয়ে যাচ্ছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button