পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন বিদেশী সিগারেট সহ আবুল কালাম শেখ নামের এক লোক কে আটক করেছে পুলিশ।
জানা যায়, তিনি নাজিরপুরের মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাতে
পেনাখালী বাজারে মোঃ আবুল কালাম শেখ(৫২), পিতা-মৃত মোতালেব শেখ, মাতা-আলেকজান বিবি এর নিজস্ব বাড়ির ষ্টোর রুম হইতে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট যাহার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা, জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।