
কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলা চত্তরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোন অফিসের সামনে ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে দাপ্তরিক কর্মসূচীর অংশ হিসাবে একটি হরিতকি গাছ রোপন করে ততকালীন সহকারী প্রকৌশলী মুসাইদ মাসরুরসহ বিএমডিএ অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। যথযথা পরিচর্যা রক্ষনাবেক্ষণ করায় চলতি বছর ফল আসে গাছটিতে। কিন্তু নাগেশ্বরী বিএমডিএ অফিসের সহকারী মেকানিক নাহিদ আলী ক্ষমতার দাপটে বিনা কারণে (১৯ ডিসেম্বর) “মুজিববর্ষ উপলক্ষে রোপনকৃত ফলজ হরিতকি গাছটি কর্তন করে। নাগেশ্বরী বিএমডিএ অফিসে উপ-সহকারী প্রকৌশলীর পদটি শূণ্য থাকায় সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবীরের মাধ্যমে অবৈধভাবে নাহিদ আলী দায়িত্ব গ্রহন করে একের পর এক অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ উঠেছে। স্থানীয় কতিপয় লোক হরিতকি গাছটি কর্তন করতে বাধা দিলে নাহিদ আলী তার দলবল নিয়ে গাছটি কর্তন করেন।
নাগেশ্বরী উপজেলার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
মুজিববর্ষ উপলক্ষে রোপিত গাছ কর্তন করায় নাহিদ আলীর শাস্তি দাবী করেন স্থানীয়রা।