এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলার চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নাগেশ্বরীর কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ড্যাবের সাধারণ সম্পাদ বিশিষ্ট কার্ডিওলজিস্ট মানবতার সেবক ডাক্তার মোঃ ইউনুস আলী।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চারিদিক নদী বেষ্টিত চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের মীরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সারাদিন ব্যাপি নারায়ণপুর ইউনিয়নের হতদরিদ্র ৪শতাধিক রোগীর মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী, সংগ্রামী নেতা, নাগেশ্বরীর কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ড্যাবের সাধারণ সম্পাদ বিশিষ্ট কার্ডিওলজিস্ট মানবতার সেবক ডাক্তার মোঃ ইউনুস আলী।
তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করতে চাই। আমি শত ব্যবস্থার মাঝেও চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি।