sliderস্থানীয়

নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা হলেন ডা. মো. ইউনুছ আলী

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১০/০৯/২০২৩ইং সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন টিএমএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের হৃদরোগ বিভাগ সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুছ আলী।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান ডা. মো. ইউনুছ আলী বর্তমানে বগুড়াতে কর্মরত রয়েছে। সম্প্রতি তিনি বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’র কেন্দ্রীয় আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ইঞ্জি. মোফাজ্জল হোসেন হৃদয় স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে সংগঠনে যুক্ত করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’র নেতৃবৃন্দ বলেন, ডা. মো. ইউনুছ আলীকে উপদেষ্টা হিসেবে পেয়ে আমাদের সংগঠন আরো শক্তিশালী হলো। আমরা প্রত্যাশা করি তিনি তাঁর মেধা ও নেতৃত্ব গুণ দিয়ে তাঁর উপর অর্পিত দায়—দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button