sliderস্থানীয়

নাগরপুরে আরো এক যুবকের করোনা শনাক্ত

সংবাদদাতা, টাঙ্গাইল : নাগরপুরে ২১ বছরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলার ভুঞাপুর উপজেলায় একজন করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসায় ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনজন। এদের সবাই যুবক।
ওই যুবক ভুঞাপুরে করোনা আক্রান্ত যুবকের সাথে এরিস্টোফার্মা ঔষধ কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতেন। তারা একইসাথে থাকতেন। করোনার ঝুঁকি থেকে নিরাপদে থাকার জন্য নিজ বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনেই ছিলেন ওই যুবক। কিন্তু তাতেও করোনা থেকে রক্ষা পাননি তিনি।
উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button