sliderস্থানীয়

নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়িতে ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল তিনটায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এবং মিছিল শেষে ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে প্রতিবাদ সমাবেশ করে। এতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তারা বলেন। এই সরকার রিজার্ভ শেষ করে এখন জনগণের জীবন নিয়ে তামাশায় নেমেছে। আগামীতে জনগণকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে না নামিয়ে জনগণ ঘরে পিরবেনা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:জসিম উদ্দিন তুষার, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, প্ররিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমেদ, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল, ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button