
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মঙ্গলবার দুপুরেব বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক শাহজাহান আলী (৪৫) নলডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম জানান, কৃষক শাহজাহান আলী মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে বাড়ির পাশের জমিতে ধানের বীজতলা তৈরীর কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।