নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ রমজান আলী (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস সাত্তার সহ তিনজন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার শেরকোল-নলডাঙ্গা সড়কের তার নিজ গ্রাম রায় সিংহপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের বরকতউল্লাহ’র ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি। আহতদের মধ্যে তার মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। অপর মোটরসাইকেলের দুই আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিএনপির দলীয় কর্মসূচি শেষে সন্ধ্যার সময় রমজান আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তারবাড়ির অদুরে শেরকোল-নলডাঙ্গা সড়কের ওপর বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারাযান রমজান আলী। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিএনপি নেতা রমজান আলী নিহত হওয়ায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।