sliderস্থানীয়

নলডাঙ্গায় গঙ্গাস্নান অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় হাজার হাজার পূর্ণার্থীর অংশগ্রহণে দিন ব্যাপী পালিত হল গঙ্গা¯স্নন উৎসব। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় বুধবার ভোর থেকেই নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল মহাশ্বশান ঘাট ও বারনই নদীর শ্যামনগর ঘাটে গঙ্গাস্নান করেন হাজারো পূণ্যার্থী। এসময় তাদেরকে পাপমুক্ত হওয়ার আশায় বিশেষ প্রার্থনা করতে দেখা যায়। অন্যান্য ¯স্নানের চাইতে চৈত্র মাসের অষ্টম তিথিতে অনুষ্ঠিত গঙ্গাস্নান বেশি পূণ্যময় বলে ধারণা করা হয়। এই অনুষ্ঠানে আশপাশসহ পাশের জেলা উপজেলা থেকেও পূণ্যার্থীরা আসেন পূণ্য লাভের আশায়। এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষে সোনাপাতিল মহাশ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীর ঘাটে বিশাল এলাকা জুড়ে মাটির তৈরি তৈজজপত্রসহ রকমারী বিভিন্ন পসরা নিয়ে বসেছে মেলা।

সোনাপাতিল মহাশ^শান ঘাট পুজা আয়োজক কমিটির সভাপতি আনন্দ কুমার জানান, প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পালিত হয় স্নান উৎসব। এই উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পূণ্যার্থীরা এখানে সমবেত হয়ে বিশ^ শান্তির জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে।

Related Articles

Leave a Reply

Back to top button