
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রোজিনা আক্তার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড.ইয়াছিন আলী, নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস । পরে আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।