sliderস্থানীয়

নলডাঙ্গায় আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি : জেলা প্রশাসনের উদ্যেগে নাটোরের নলডাঙ্গায় শীতার্ত আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আহমেদের পক্ষে নলডাঙ্গা উপজেলার নশরতপুর আদিবাসী পল্লীর ৫৫ জন আদিবাসী পরিবারের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কালিদাস রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক সাজিদ আলী ঝর্ণা, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার দেরাজুল ইসলাম, সংবাদকর্মী আল আমিন, জাতীয় আদিবাসী পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার এডহক কমিটির আহ্বায়ক মহেশ হেমব্রম।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক কালিদাস রায় বলেন, মানবিক জেলা প্রশাসক শামীম আহমেদ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই শীতবস্ত্র আপনাদের (আদিবাসী) জন্য পাঠিয়েছেন। এজন্য তার প্রতি আমরা আন্তুরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তিনি শীতার্তদেরকে সাধ্যমত সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button