slider

নলছিটি কৃষি ব্যাংকে উৎসবমুখর পরিবেশে হালখাতা উদযাপন

মোঃ রায়হান জোমাদ্দার : ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ কৃষি ব্যাংক তালতলা বাজার শাখায় হালখাতা -১৪৩১ উদযাপন করা হয়েছে।

২৪ এপ্রিল বুধবার ব্যাংকে দিনব্যাপী হালখাতা উপলক্ষে ঋণ বিতরণ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে গ্রাহকরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এসময় গ্রাহকরা পুরোনো ঋণ পরিশোধ করেন ও নতুন ঋন গ্রহন করেন। এ দিন বিকেবি তালতলা বাজার শাখা প্রায় ৪০ লক্ষ টাকা ঋণ আদায় হয় এবং ১০ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করে।

এই ঋণ বিতরণ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তালতলা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম’র সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মাহবুব উপস্থিত ছিলেন ঝালকাঠির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোহাইমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button