
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় আসাদুজ্জামান আসাদ(৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান আসাদ যশোর জেলার বেনাপোল বন্দর থানার মৃত মনোহর সর্দারের পুত্র বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারী) ভোর চারটার দিকে বরিশাল ঝালকাঠি সড়কের নলছিটি উপজেলাধীন প্রতাপ এলাকায় অজ্ঞাত একটি যান চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আসাদুজ্জামান আসাদ তার স্ত্রীকে নিয়ে কুয়াকাটাগামী একটি বাসে যাত্রী হিসেবে ছিলেন। প্রতাপ এলাকায় যাত্রা বিরতীকালে বাসের যাত্রী আসাদুজ্জামান আসাদ সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রæত গতির যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি।