sliderস্থানীয়

নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সিএনজি চালিত থ্রি হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষে এক
মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে বুধবার (২৭সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি। নিহত
মোটরসাইকেল আরোহী মো.রিয়াজুল ইসলাম সবুজ। বরিশাল সদর উপজেলার চরআইচা এলাকার মৃত মোঃআচমত আলী মৃধা পুত্র।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে কাঠেরঘর এলাকায় বরিশাল-নলছিটি সড়কে বিপরিতদিক থেকে আসা একটি সিএনজি চালিত থ্রি হুইলারের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলাম গুরুতর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় সিনএনজিতে থাকা তিনযাত্রীও আহত হয়েছেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল ইসলাম নামের একজন বরিশাল জেলার বাসিন্দা নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনাণুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে
দূর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button