slider
নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ই এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মামুন নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা। ২০২১ সালে বরিশাল সদরে একটি প্রতারণা মামলায় জড়িত থাকায় ৬ মাসের সশ্রম কারদান্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ডের রায় দেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায়ের পর থেকে এতোদিন পলাতক ছিলেন মো.মামুন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহনের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।