sliderস্থানীয়

নলছিটিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সফর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১১টায় তারা নলছিটিতে পৌছেই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের কবর যিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। শহীদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরে নলছিটি প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। সভায় স্থানীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষাব্যবস্থা, ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে তুলে ধরেন।

নেতারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ন্যায়ভিত্তিক আন্দোলনের মাধ্যমেই শিক্ষার্থীদের প্রকৃত পরিবর্তন সম্ভব।”

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ সাঈদ, মো ইব্রাহিম, এবং ছাব্বির উদ্দিন রিয়নের পাশাপাশি বক্তব্য রাখেন নলছিটির শিক্ষার্থী প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মেহেরাব হোসেন রিফাত, লিমা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভার পর কেন্দ্রীয় সমন্বয়করা স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে নলছিটি শহরের দোকানদার এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মান এবং মূল্য নিয়েও তার আলোচনা করেন।
এই মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং স্থানীয় শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে নতুন দিক উন্মোচন করবে বলে আশাবাদ ব্যাক্ত কেন্দ্রীয় সমন্বয়করা।

Related Articles

Leave a Reply

Back to top button