sliderস্থানীয়

নলছিটিতে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন ‘লিগ্যাল এইড কমিটি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী (বুধবার) বেলা ১১টায় উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

‘দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি’র অর্থায়নে বেসরকারি সংস্থা (এনজিও) ‘রূপান্তর’ এ অনুষ্ঠানের আয়োজনে করে। ওরিয়েন্টেশনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন এবং কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা জনাব আবু সালেহ মোঃ ইফাত ইশতিয়াক।
দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের ও রূপান্তর’র প্রোগ্রাম অফিসার মোসাঃ ফারহানা রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু সালেহ মোঃ ইফাত ইশতিয়াককে সভাপতি এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইউপি সদস্য মোসাঃ শান্তা মরিয়ম, মোসাঃ লাভলী বেগম,মোসাঃ নাছরিন বেগম, আঃ লতিফ খান,মোঃ রেজাউল করিম রেজা,মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক মোসাঃ সুরাইয়া পারভীন, আনসার ভিডিপি’র সদস্য নাজমা বেগম,উপসহকারী কৃষি কর্মকর্তা আবরার ফয়সাল রিফাত, স্বাস্থ্যকর্মী মোঃ রাশেদ খান, এনজিও প্রতিনিধি মোঃ লিটন মোল্লা, ব্যবসায়ী প্রতিনিধি ফারুক আলম হাওলাদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button