sliderস্থানীয়

নলছিটিতে ভূট্টো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ভূট্টো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক অহিদা সুলতানা। সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভূট্টোর নামে প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে তাঁর পরিবার। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় বসুন্ধরা স্পোটিং ক্লাব ও পাঠাগার ২-০ গোলে বরিশাল একাদশকে পরাজিত করে। খেলায় দেশের বিভিন্ন এলাকার পেশাদার খেলোয়াররা অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। মাসব্যাপী এ খেলা চলবে বলেও জানান আয়োজন কমিটির সভাপতি সোহেল মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আইয়ুব আলী তালুকদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেডআই কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Back to top button