ঝালকাঠি প্রতিনিধি: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা, আলোচনাসভা এবং ও জয়িতাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহী অফিসার মো.নজরুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এস আলোচনা সভায় যোগ দেয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ফারহানা খান মিথিলা, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম, নলছিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোস্তফা কামাল, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম। অনুষ্ঠানে জয়িতারাও বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠান জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেনশেষে প্রধান অতিথি উপজেলা নির্বহী অফিসার মো.নজরুল ইসলাম।