slider

নলছিটিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ, মালামাল লুটের অভিযোগ

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ,ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ডুবিল গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত গভীর রাতে ( দেড়টার দিকে) বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জেল আলি খানের এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল অজ্ঞাত সন্ত্রাসী ডুবিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জেল আলি খানের ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে এবং ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২লাখ ৫০হাজার টাকা লুটে নেয়। পরে ওই ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে ঝালকাঠি সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খান ও তাঁর নাতি সেনা সদস্য ফয়সাল আহমেদ সিফাত জানান, এদিন রাতে বাড়িতে আমরা কেউ ছিলাম না। এ সুযোগে অজ্ঞাত সন্ত্রাসীরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের সব মালামাল তছনছ করে। তারা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২লাখ ৫০ হাজার (২ লাথ ৫০ হাজার) টাকা লুটে নেয়। পরে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াারম্যান মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, “এদিন রাতে ওই বাড়িতে কেউই ছিল না। আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তাদের পরিবার থেকে ঝালকাঠি সেনা ক্যাম্পে একটি অভিযোগ দিয়েছে বলে শুনেছি।”

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এদিন রাতে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে কোনো লোকজন ছিলনা। ঘর খালি ছিল। কেউ শত্রুতা বসত ঘরের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের মধ্যে থাকা খাটসহ অন্যান্য মালামালে আগুন লাগিয়ে দেয়। আগুনে অনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে । এই বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো.মোফাজ্জেল আলি খানকে আইনের আশয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button