sliderস্থানীয়

নলছিটিতে বিএনপির ৩১ দফার আলোকে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় দক্ষিন মাদারঘোনা মাঠে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আঃ সালাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ আঃ কাদের খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সুলতান আহমেদ, সহ-সভাপতি আঃ কুদ্দুস হাওলাদার, মোঃ জাহাঙ্গীর সরদার, কোষাধ্যক্ষ মোঃ আবু হানিফ হাওলাদার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির সরদার, উপজেলা জাসাস সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মুজাম্মেল আরিন্দা, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল সদস্য মোঃ সাইফুল ইসলাম সরদার, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ জসিম খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আঃ আজিজ খান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপি ঘোষিত ৩১ দফা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা বিএনপি নেতা সুবিদপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রায়াত নজরুল ইসলাম শাহীন তালুকদার স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শাহিন তালুকদার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শহিদুল ইসলাম শামীম, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন জোমাদ্দার, যুবদল নেতা জালাল, সুজন, সহিদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button