sliderস্থানীয়

নলছিটিতে বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় অসিম কুমার দাস (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন দপদপিয়া চৌমাথা এলাকায় নলছিটি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।
র‌্যাংগস ফার্মাসিউটিক্যালস লিঃ এর বরিশাল এরিয়া ম্যানেজার নিহত অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী যাত্রীবাহী বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরহী অসিম কুমার দাস নিহত হন। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে
যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Related Articles

Leave a Reply

Back to top button