sliderস্থানীয়

নলছিটিতে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: সবার আগে বাংলাদেশ, এ শ্লোগানে ঝালকাঠির নলছিটিতে জমকালো আয়োজনে ছাত্রদলের ৪৬তম পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে ‘সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে মনোজ্ঞ সসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নলছিটি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং ‘সরকারি নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদল। এতে জুলাই-আগস্ট বিপ্লবের নাটিকা, নাচ, গান, আবৃত্তি শেষে অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক মাতায় যশোরে একটি ব্যন্ড দল।

পরে জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন এববং কিক্রেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জিবা আমিনা আল গাজী এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়জিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রনি তালুকদার, সদস্যসচিব সাব্বির আহম্মে, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী ও সদস্যসচিব মো. হিমেল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button