
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও ‘নলছিটি প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
বৃহষ্পতিবার (১১ সেপটেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নলছিটি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি ব্যাক্ত করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। ১০ সেপটেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নলছিটিতে যোগদান করেছেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: আনিচুর রহমান (হেলাল) খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম গাজী, পৌর বিএনপির সভপিতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সুশীল সমাজ প্রতিনিধি মো: শামসুল আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা, নলছিটি প্রেসক্লাব’র সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, জামায়েতে ইসলামী বাংলাদেশে এর উপজেলা আমীর মাওলানা মো: জাকির হোসেন, ইসলামী আন্দোলন এর উপজেলা সভাপতি মাওলানা মো: শাহজালাল প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, ইসলামী আন্দোল বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, নলছিটি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



