
মো.শাহাদাত হোসেন, মনু,ঝালকাঠি প্রতিনিধি: সব সময় নিপীড়িতদের পাশেই রয়েছে যুগান্তর। অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। গত বছরের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা এর বাস্তব উদাহরণ। বাংলাদেশের অনেক নামিদামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে এ পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর। যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৪ঠা ফেব্রæয়ারি) দুপুরে (১২ টায়) ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে স্বজন সমাবেশ ও দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি আয়োাজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো.এনায়েত করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামি বাংলাদেশে’র নলছিটি উপজেলা আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভির জেলা প্রতিনিধি কে.এম.সবুজ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতৃা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ এম.এ সালাম, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুফান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মো. শাহাদাত হোসেন মনু, সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মৃধাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্বজন সমাবেশের সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুগান্তরের সমৃদ্ধি ও এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.বাহাউদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিক্ষক মিলন কান্তি দাস।