ঝালকাঠি প্রতিনিধি: ‘দুর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধই শ্রেয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োাজনে এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু.আনোয়ার আজিম এবং নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সামছুল আলম খান বাহারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
প্রতিযোগিতায় বিপক্ষ দল সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষদল নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ রানার্সআপ নির্বাচিত হয়। অতিথিরা বিজেতা ও বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোঃ আমির হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজিম, প্রেস ক্লাব সভাপতি মোঃ এনায়েত করিম ও সরকারি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দুই দলের হাতে ক্রেস্ট তুলে দেন।