ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক নিহত এবং তার সাথে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভৈরবপাশা এলাকার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে মটর সাইকেল চালক মো.রিয়াদ তালুকদার(২৪) এবং আরোহী পিয়াল(২২) আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী ।
নিহত রিয়াদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের মো. ইসাহাক হাওলাদারের ছেলে। আহত পিয়াল একই এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।