sliderস্থানীয়

নলছিটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নানা আয়োাজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১লা জানুয়ারি) দুপুর ১২ টায় নলছিটি সরকারি ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাসস্ট্যান্ড মোড়ের ‘বিজয় উল্লাস’ চত্বরে পথ সভায় যোগ দেয়।

পথ সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক ইমরান সরদার হিরু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসান প্রমুখ ।

এর পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে জমায়েত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button