sliderস্থানীয়

নলছিটিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিনোদন প্রেমীদের উপচেপড়া ভিড়

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি: গ্রামীন জনপদে এক সময়ে মানুষের বিনোদনের অন্যতম একটা মাধ্যম ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে মানুষ এখন যান্ত্রিক ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। যে কারণে পরিবর্তন হয়েছে বিনোদনের ধরণ। এতে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামীন বিনোদনের পুরানো ঐতিহ্য ঘোড়দৌর। তবে সেই পুরানো ঐতিহ্য ধরে রাখতে নলছিটিতে উপজেলা প্রশাসনর আয়োজন করেছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নলছিটি পৌরসভাধীন কান্ডপাশা এলাকায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই ঘোড়দৌড় দেখতে উপচে পড়ে বিনোদনপ্রেমী শত শত মানুষ। বিভিন্ন বয়সের মানুষের আগমনে পূর্ণ হয়ে যায় বিশাল মাঠ।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক সুমন সিকদার জানান,“পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়দৌড় দেখতে এসেছি। এখন নির্মল বিনোদন খুবই কম পাওয়া যায়। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আগে বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতাগুলো মানুষের মিলনমেলায় পরিনত হতো। এখন এসব তেমন দেখা যায় না বললেই চলে। তবে আজকের আয়োজন অনেক সুন্দর ছিল। অনেক লোকজনেরও সমাগম হয়েছে।”

খলিল হাওলাদার বলেন, “আজকে এখানে এসে অনেক মানুষের সমাগম দেখে খুব ভালো লাগছে। অনেক বাচ্চারাও এসেছে, আসলে তাদের একটু বিনোদনের প্রয়োজন আছে। আমাদের ছোটবেলায় এসবই আমাদের অন্যতম বিনোদন ছিল। এখনতো ঘোড়দৌড় খুব একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে এধরণের আয়োজন করা উচিত। আগের মতো স্থানীয়দের আয়োজনে এটা করতে পারলে আরও ভালো হয়।”

এ সময় ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তাদের খাবার ও অন্যান্য পন্য নিয়ে হাজির হন। দর্শকদের প্রতিযোগিতা উপভোগের পাশাপাশি খাবার ও পছন্দের পন্যক্রয় করতে দেখা যায়।

ঘোড়দৌড় উপভোগ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। শেষে সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button