sliderস্থানীয়

নলছিটিতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। গ্রেফতারকৃত রাজিব মাঝি (৩০) ওই এলাকার মোঃ জাহাঙ্গীর মাঝির ছেলে।

নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই)শহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button