sliderস্থানীয়

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক শিক্ষার্থী, এনজিও কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম, নলছিটি সরকারি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক এবং নলছিটি প্রেসক্লাব’র সভাপতি মো. এনায়েত করিম, সাবেক সদস্য মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মিলন কান্তি দাস সঞ্চালিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button