sliderস্থানীয়

নলছিটিতে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনুমোদনহীন অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সড়ই গ্রামে অনুমোদনহীন ‘রিয়াজ ব্রিকস’ নামের ইট ভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযান নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে কোন ছাড়পত্র ছাড়াই সড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ এ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন স্কুল কতৃপক্ষ ও স্থানীয়রা। পরে অবৈধ ইট ভাটাটি এসকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

“ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে, এছাড়া কোন ছাড়পত্র ছিলো না। মালিককে যেহেতু পাওয়া যায়নি তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Leave a Reply

Back to top button