
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত পরিচয় নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে খানা পুলিশ। সোমবার (২০জানুয়ারী) সকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের চর বাড়ইকরন এলাকার সুগন্ধা নদীর তীর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সুগন্ধা নদীর তীরে উপুড় হয়ে পরে থাকা একটি শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান,“উদ্ধার হওয়া কন্যা শিশুর বয়স আনুমানিক ৫দিন হতে পারে। এখনো পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”