
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ঢাকায় বাংলাদেশে নব নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এবি পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৈঠকে মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক ব্যারিস্টার সাঈদ বাকি। কানাডিয়ান হাই কমিশন থেকে আরো উপস্থিত ছিলেন পলিটিকাল কাউন্সেলর মারকাস ডেভিস, পলিটিকাল এফেয়ার্স সেকেন্ড সেক্রেটারি ফিলিপ্পে আকান্ড, পলিটিকাল এডভাইজর নিসার আহমেদ।
সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এবি পার্টির নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন যে গণতন্ত্র, স্বচ্ছতা ও রাজনৈতিক বহুমাত্রিকতা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।
কানাডার প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন-এর প্রতি তাঁদের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অপরিহার্য।এবি পার্টির প্রতিনিধিরা কানাডার গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় ধারাবাহিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বিদেশি কূটনীতিকদের কাছে দলের সংস্কারমুখী কর্মসূচি এবং এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন যেখানে প্রত্যেক নাগরিকের সমান অংশগ্রহণের সুযোগ থাকবে।
আলোচনাটি পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সংলাপে পরিপূর্ণ ছিল, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া অগ্রসর করার প্রতি উভয় পক্ষের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এবি পার্টি পুনরায় অঙ্গীকার করে যে তারা দেশীয় ও আন্তর্জাতিক সকল অংশীদারের সঙ্গে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে কাজ করবে।
সভা শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।



