
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া অনুষ্ঠানের সামনের সারিতে কিছু চেয়ার খালি দেখে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক শিক্ষক মন্ডলী সহ প্রায় হাজার খানেক লোকের উপস্থিতি থাকলেও সামনের সারিতে প্রায় ৪০/৫০ টি চেয়ার খালি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। নিয়ম শৃঙ্খলায় গড়ে উঠা সুবিদ আলী ভুঁইয়া সাংবাদিক গ্যালারী খালি দেখে কঠোর সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যেকোনো অনুষ্ঠান হলে সাংবাদিকরা ৫০০/৩০০ শ টাকার জন্য ঘিরে ধরে। কিন্তু তাদের গ্যালারী শূন্য, তারা দূরে বসে গল্প আড্ডা দেয় সভা শেষে ঠিকই ঘিরে ধরবে। নবীন শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষা গ্রহণের জন্য তিনি আহবান জানান। অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের,দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মোহতাসিম বিল্লাহ সরকার সহ সাবেক, বর্তমান এবং নবীন শিক্ষার্থীরা। উল্লেখ্য অনুষ্ঠান দেরিতে শুরু করা এবং প্রচন্ড গরমে গণমাধ্যম প্রতিনিধিদের অধিকাংশ মঞ্চের নিকটে গাছতলায় এবং চিত্র গ্রাহকদের অনেকেই প্রধান অতিথির সামনে দায়িত্ব পালন করছিলেন। অনেকেই সংসদ সদস্যের এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন।