sliderস্থানীয়

নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম বার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি: গতকাল শুক্রবার (০১ সেপ্টেম্বর) বাদ আছর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদ গেইটের সামনে ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান চানুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাধারণ আমজনতার উপস্থিতি সহ এলাকার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শালিশ ব্যাক্তির্বগ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রারম্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, স্কুল ও কলেজ মসজিদের মুয়াজ্জিন রহমত আলী জালালী। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, এডভোকেট শাহনুর আলম চানু, বিশিষ্ট বিচারক ও জাপা নেতা শাহ আবুল খায়ের, নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ছাদিকুল ইসলাম, তাহিরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ উদ্দিন, আউশকান্দি কলের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, উপজেলা নেতা আব্দুর রহিম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, আনন্দ সংগীত একাডেমীর সভাপতি খালেদ আহমেদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হালিম, মুরুব্বি জিতু মিয়া, হাজী সিরাজ মিয়া, আশিক মিয়া, জিয়াউর রহমান সহ আরো অনেকেই। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যিনি দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে ৩ বাহিনীর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীনতার সূর্য এনে দিলেন তিনি বাংলার অনাগত মানুষকে সন্তান ভেবে বিয়ে পর্যন্ত করেন নি! স্বাধীনতা পরবর্তী দেশকে পূণঃরায় জাতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ গড়ার কাজে বেঁচে থাকা পর্যন্ত নিয়োজিত ছিলেন। সেই অকুতভয় সৈনিক শ্রষ্টার ডাকে সাড়া দিয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। অতিব দুঃখের সাথে বক্তাগণ বলেন, মুক্তিযোদ্ধাদের বর্তমানে বিভিন্ন সম্মানে ভূষিত করলেও এই জাতীয় নেতাকে জাতীয় ভাবে প্রচার- প্রসার থেকে বিরত রয়েছে। বক্তারা আরো বলেন, জেনারেল আতাউল গণি ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী যেন রাষ্ট্রিয় ভাবে পালন করা হয় এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদেরকে অনুরুধ জানান। আলোচনা সভার শেষ অংশে আউশকান্দি স্কুল ও কলেজের ইসলাম শিক্ষক ও ঈমাম জিয়াউর রহমান মীর মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Back to top button