slider

নবাবগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি। সোমবার বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে আহবায়ক কমিটির আহবায়ক আজহারুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।

এসময় আহবায়ক আজহারুল হক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন ও বিপ্লব ঘোষ নবনির্বাচিত কমিটির সভাপতি খালিদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাবেক সভাপতি অমিতাভ অপু।

এ সময় উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম খলিল, সাদের হোসেন বুলু ও বিপ্লব ঘোষ।

অনুষ্ঠান শেষে বিগত বছরের প্রেসক্লাবের উনয়ন ও সাংগঠনিক নথিপত্র বুঝে নেন নতুন কমিটির সদস্যরা। সেই সাথে নতুন কমিটিকে ফুল দিয়ে গ্রহণ করেন পুরাতন কমিটি ও প্রেসক্লাবের সব সদস্যরা।

গত ৪ মে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৭ সালের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button