
শামীম হোসেন, দোহার-নবাবগঞ্জ :আজ ৮-মে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। সকাল ৮-টা হতে বিকাল ৪-টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদানের মাধ্যমে স্বাধীন মতামত প্রকাশ করে। পরিশেষে ভোট গণনার মাধ্যমে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২য় বারের মত বিপুল ভোটে (আনারস- ভোট ৪১,৪২১) নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ ঝিলু। নিকটতম প্রার্থী মোহাম্মদ বাবুল মিয়া পেয়েছেন ১২,০১৬ ভোট,(ঘোড়া) । এ ছাড়া শেখ বোরহান উদ্দিন, (মোটরসাইকেল) পেয়েছেন -১৬১৩ ভোট, মো: মোয়াজ্জেম হোসেন, (দোয়াত- কলম) পেয়েছেন – ৪৬১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে :
তালা প্রতীকে (৪৪,৩০০ ভোট) ইঞ্জি: আরিফুর রহমান শিকদার জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধী মাইক প্রতীকে দিলীপ কুমার মণ্ডল পেয়েছেন -৫,৮১৯ ভোট। এ ছাড়া মো: আকতার হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ২,৬০০ ভোট, মো: হাবিবুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন-১,৬০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে বিজয়ী হয়েছেন রোকসানা বেগম, ভোট পেয়েছেন – ২৫,১৮১, প্রতিদ্ধন্ধী প্রার্থী দীপা কবির ফুটবল প্রতীকে পেয়েছেন – ১১,৫৫৭ ভোট, এ ছাড়া ইয়াসমিন আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন- ১১৪৫৮ ভোট, নিলুফা আক্তার সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন- ৩,৮৫৯ ভোট, মনিকা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন – ২,১১৮ ভোট।