নবাবগঞ্জে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা, ৩ ইউপি সদস্যসহ গ্রেফতার ৭

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে নাশকতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নতা ঘটানোর অপরাধে বিএনপির ১০৯ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। এ মামলার পরিপ্রেক্ষিতে তিন ইউপি মেম্বারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ নভেম্বর) রাতে পুলিশ এ মামলা করে। ওই রাতেই মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, এমএ রশিদ (৬৫), আনোয়ার হোসেন ডিপটি মেম্বার (৫০), আশরাফ আলী ভুলু (৪৫), আছলাম (৪৫), রিপন (৩৯), সিদ্দিক মেম্বার (৪১) ও দ্বীপক ভূঁইয়া (৪৫)। এদের মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত দু’জন সদস্য ও বাহ্রা ইউনিয়ন পরিষদের এক সদস্য আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার রাতে উপজেলার কলাকোপার হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, নাশকতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্নতা ঘটানোর অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। নাশকতা আইনে মামলা দিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।