sliderশিরোনামসুস্থ থাকুন

নতুন ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪২ জন ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ৩১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন এবং অন্যান্য বিভাগে ৩৪ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৪৭৭ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৫ জন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Back to top button