sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

নতুন আইনে ইনজেকশন দিয়ে নপুংসক করা হবে ধর্ষককে

ধর্ষকদের রুখতে যুক্তরাষ্ট্রে প্রণীত হয়েছে অভিনব আইন। এতে বলা হয়, ১৩ বছরের কম বয়সী কোনো শিশুকে ধর্ষণ করলে ইনজেকশন প্রদানের মাধ্যমে ধর্ষকের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সংসদ সম্প্রতি নতুন এই আইনটি পাস করেছে। এখন থেকে কম বয়সী শিশুর ধর্ষককে ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেয়া হবে। যাতে সে আজীবনের জন্য যৌনক্ষমতা হারায়।
আইন প্রণেতারা বলছেন, শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এমন আইন করেছে তারা। বলা হচ্ছে, যে ইনজেকশনের কথা বলা হচ্ছে তা একবার দেয়া হলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না ৷
অপরাধী যদি কারাবন্দি থাকেন তবে তাকে তখন এই ইনজেকশন দেয়া হবে না। প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে ইনজেকশন পুশ করা হবে।
শিশু ধর্ষক যদি ইনজেকশন নিতে রাজি না হয়, তাহলে আজীবন তাকে কারাগারে থাকতে হবে।
ইত্তেফাক/টিএস

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button